
টলিউডের আরও একটি সম্পর্ক ভাঙ্গনের মুখে। টলিউডের দেবলীনা-তথাগত,সোহিনী-রনজয়,অনুপম-পিয়ার মত এবার সম্পর্ক ভাঙ্গনের খবর আসছে দুর্নিবার সাহা ও মীনাক্ষীর । সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে ঘর ছেড়েছেন মীনাক্ষী ।
অপরদিকে বলি ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন নতুন সম্পর্কে জড়িয়েছেন দুর্নিবার সাহা। মূলত স্বামীর পরোকীয়া খবর জানতে পেরেই দুজনের মধ্যে শুরু হয় দাম্পত্য কলহ। অশান্তি এতটাই বেড়ে যায় যে তারা বিচ্ছেদই একমাত্র পথ বলে বেঁচে নিয়েছেন। বাংলা গানের জগতে দুর্নিবার জনপ্রিয়তা পান এক রিয়ালিটি শোএর মাধ্যমে।
2015 সালে সেই মঞ্চেই দুর্নিবারের সাথে প্রথম দেখা হয় মীনাক্ষীর । আর সেখান থেকেই শুরু হয় তাদের মধ্যে প্রেম এরপর ২০১৭ সালে তাদের মধ্যে আইনি বিয়েও হয়। তারপর তারা ২০২১ এ সামাজিক আয়োজনে সারেন তাদের বিয়ে। তবে সামাজিক বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই পরকীয়ায় মজেছেন গায়ক দুর্নিবার বলে গুঞ্জন !
তাদের দুজনের সম্পর্কের ভাঙ্গন তাদের ভক্তরা মেনে নিতে পারছেন না।। যদিও ভাঙ্গনের খবর এখনো মাকেও নিজের মুখে স্বীকার করেনি। মীনাক্ষী ও দুর্নিবার দুজনেই সংবাদ নমাধ্যামকে এড়িয়ে চলছেন।