বক্স অফিসে ১১২০ কোটি, ‘RRR’ -কে ছাড়িয়ে যাচ্ছে ‘KGF 2’!

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। এবার রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ‘আরআরআর’ সিনেমার রেকর্ড ভাঙার পথে রকি ভাই।

ইন্ডিয়ার টুডের খবর, মুক্তির ২৩ দিনে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত ‘কেজিএফ : চ্যাপ্টার টু’র হিন্দি ভার্সনের সংগ্রহ ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

ইন্ডিয়া টিভি ও ফিল্মিবিট ডটকমের খবর, বিশ্ব বক্স অফিসে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ প্রায় ১১২০ কোটি টাকা(গ্রস) সংগ্রহ করেছে (১১১৯.৫০ কোটি টাকা)।

অন্যদিকে, ‘আরআরআর’ সিনেমা বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে ১১৩০ কোটি টাকা (গ্রস)। অর্থাৎ, ‘আরআরআর’ সিনেমার রেকর্ড ভাঙতে বেশি সময় নেবে না রকি ভাইয়ের ‘কেজিএফ টু’। এখন পর্যন্ত চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ করা সিনেমা ‘কেজিএফ টু’।

মুক্তির ২১ দিন পর সুপারস্টার আমির খানের লাইফটাইম কালেকশনের (হিন্দি) রেকর্ড ভেঙেছে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। এখন সর্বোচ্চ সংগ্রহ এস এস রাজামৌলির ‘বাহুবলি টু’, এ সিনেমার লাইফটাইম সংগ্রহ ৫১১ কোটি টাকা।

১০০ কোটি টাকা বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। সাফল্যের ধারাবাহিকতায় এর তৃতীয় কিস্তিও নির্মাণ হবে, সেই ইঙ্গিত মিলেছে পরিচালক প্রশান্ত নীল ও ইয়াশের তরফে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy