
বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাঁদের প্রথম সন্তান রাহার জন্মের পর এবার দ্বিতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে আলোচনায়। ২০২২ সালের এপ্রিলে বিয়ে করা এই দম্পতি ওই বছরের জুনে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন। ২০২২ সালের নভেম্বরে জন্ম হয় তাঁদের কন্যাসন্তান রাহার। দেখতে দেখতে রাহার বয়স প্রায় ২ বছর হল। এরই মধ্যে রণবীর-আলিয়া দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
রণবীর ও আলিয়া বিভিন্ন সাক্ষাৎকারে দুই সন্তান চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার মেয়ে রাহা একটু বড় হতেই তাঁরা পরিবার বাড়ানোর পরিকল্পনায় মন দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “খুব শীঘ্রই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।” এর আগে রণবীর তাঁর মেয়ে রাহার নামের উল্কি শরীরে এঁকে নিয়েছিলেন, যা ছিল তাঁর প্রথম উল্কি। এবার দ্বিতীয় সন্তানের জন্য আরেকটি উল্কির পরিকল্পনা করছেন তিনি।
অন্যদিকে, আলিয়া ভাটও সম্প্রতি এক পডকাস্টে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছিলেন, “রাহার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আমরা ভবিষ্যতের কথাও ভাবছি।” রণবীরের সাম্প্রতিক মন্তব্যে সেই একই সুর শোনা গেছে। তবে আলিয়া অন্তঃসত্ত্বা কিনা, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট বক্তব্য দেননি এই তারকা দম্পতি।
কাপুর পরিবারের ঐতিহ্য
কাপুর পরিবারে দুই সন্তানের একটি দীর্ঘদিনের চল রয়েছে। রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুরের দুই সন্তান—রণবীর ও রিদ্ধিমা। একইভাবে, রণবীরের দাদা-দিদি রণধীর কাপুর ও ববিতারও দুই মেয়ে—করিশ্মা ও করিনা। এই ঐতিহ্য ধরে রাখতে চান কি না, সেটাই এখন দেখার বিষয়।
ভক্তদের উচ্ছ্বাস
রণবীর-আলিয়ার ভক্তরা এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, “রাহার পর আরেকটি কিউট বেবি আসছে শুনে খুব ভালো লাগছে।” আরেকজন লিখেছেন, “রণবীরের উল্কির পরিকল্পনা শুনে মনে হচ্ছে দ্বিতীয় সন্তানের আগমন খুব দূরে নয়।” এদিকে, রণবীর ও আলিয়া বর্তমানে তাঁদের কেরিয়ারেও ব্যস্ত। রণবীর ‘রামায়ণ’ ছবির শুটিংয়ে মগ্ন, আর আলিয়া ‘জিগরা’ ছবির প্রচারে ব্যস্ত।
রণবীর-আলিয়ার পরিবার কবে বাড়বে, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা না এলেও তাঁদের কথায় ভক্তদের মনে আশার সঞ্চার হয়েছে। দ্বিতীয় সন্তানের নামে উল্কি করার পরিকল্পনা কবে বাস্তবে রূপ নেয়, সেটাই এখন অপেক্ষার বিষয়।