ফের ভবনধসে নিহত ২, উদ্ধারে কাজে নামলো কর্মীরা

চীনের মধ্যাঞ্চলে একটি ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছে। দেশটির হুনান প্রদেশের একটি বাণিজ্যিক ভবন ধসে পড়ায় উদ্ধার অভিযানের চার দিন পর এই প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এখনো ভবনটিতে অনেকই নিখোঁজ রয়েছেন। খবর আল–জাজিরার।

হুনান প্রদেশের চাংসা শহরের ওই বাণিজ্যিক ভবনটিতে অ্যাপার্টমেন্ট, একটি হোটেল ও একটি সিনেমা হল আছে। গত শুক্রবার ভবনটি ধসে পড়লে, শত শত জরুরী কর্মী উদ্ধার অভিযানে অংশ নেয়।

মঙ্গলবারের মধ্যে, ধসে যাওয়া ভবনটি চ্যাপ্টা আকার ধারণ করে। এখনো ভবনটির ধ্বংসাবশেষ ও ভেঙে যাওয়া কংক্রিটের বিমগুলো মিলে এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছে৷

মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

পিপলস ডেইলি সংবাদপত্রে প্রকাশিত একটি ভিডিও অনুসারে, ইমার্জেন্সি রেসপন্স বিশেষজ্ঞ লিয়াং বুগে বলেছেন, দুই ভুক্তভোগীর জীবনের কোন লক্ষণ দেখায়নি। তিনি বলেন, আমরা তাদের ঘটনাস্থল থেকে সরানোর চেষ্টা করেছি, কিন্তু ভারী বস্তুর নিচে চাপা পড়ায় সেটি সম্ভব হয়নি।

এর আগে জরুরি কর্মীরা ধ্বংস্তুপ থেকে একজন মহিলাকে জীবিত অবস্থায় বের করতে পেরেছিলনে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে একটি অলৌকিক ঘটনা বলে প্রশংসা করেছিল।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy