অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় ফের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এতে দেশটির নাগরিকদের দুর্ভোগ আরও বাড়বে। এদিকে ঋণ সহায়তার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শ্রীলঙ্কায় পৌঁছেছেন। রোববার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির সিলন পেট্রলিয়াম করপোরেশন (সিপিসি) রোববার ডিজেলের দাম বাড়ানোর কথা জানিয়েছে। ডিজেলের দাম লিটারে ১৫ শতাংশ বাড়িয়ে ৪৬০ টাকা করা হয়েছে। অন্যদিকে পেট্রলের দাম ২২ শতাংশ বাড়িয়ে ৫৫০ টাকা করা হচ্ছে।
শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, তেলের নতুন চালান কবে আসবে তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। তার এমন ঘোষণার এক দিন পরেই জ্বালানির দাম বাড়ানো হলো।
এসময় উইজেসেকেরা গাড়িচালকদের কাছে ক্ষমা চেয়েছেন ও তাদের পাম্পিং স্টেশনের বাইরে দীর্ঘ লাইনে না দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। এদিকে সরবরাহ পুনরুদ্ধারের আশায় অনেকে তাদের যানবাহন সারিবদ্ধভাবে রেখে গেছে।
সরকারি একটি সূত্র জানিয়েছে, দ্বীপ রাষ্ট্রটিতে মাত্র দুই দিনের জন্য তেলের সরবরাহ রয়েছে। তাই কর্তৃপক্ষ এটি প্রয়োজনীয় পরিষেবার জন্য সংরক্ষণ করছে।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তলানিতে ঠেকেছে। দ্বীপ রাষ্ট্রটির বাণিজ্যিক ব্যাংকগুলো খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে ডলার সরবরাহ করতে পারছে না।