ফের বাড়তে লাগলো দেশের দৈনিক করোনা সংক্রমণ, নবান্নে বৈঠক মমতার

দেশে গতকালের চেয়ে আবারও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৯৭ জন। প্রায় ৩ হাজারে ফের পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

করোনা ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধমুখী রাজ্যে। গত তিনদিন ৩ হাজারের অনেকটা নীচে নেমে গিয়েছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। প্রায় ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে পজিটিভিটি রেটও। রাজধানী দিল্লিতে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা।

চতুর্থ ওয়েভ নিয়ে নবান্নে বৈঠক মমতার
পশ্চিমবঙ্গে করোনার চতুর্থ ওয়েভ মোকাবিলা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করোনা মোকাবিলায় জেলায় জেলায় কী পদক্ষেপ করা হবে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গরমের ছুটির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যে। গরমের কারণে বাড়ানো হয়েছে এই গরমের ছুটি।

শিশুদের মধ্যে চতুর্থ ওয়েভে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি রয়েছে। সেকারণে শিশুদের টিকাকরণে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে বড়দের করোনার বুস্টার ডোজের টিকাকরণেও জোর দিয়েছেন তিনি।

এদিকে আজ থেকে ২-৬ বছরের শিশুদের করোনা টিকার ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট। কোভ্যাক্সের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল করবেন তাঁরা। গোয়া সরকার জানিয়েছে ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের করোনা টিকাকরণের হার কম সেখানে। সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ২০০-তে পৌঁছে গিয়েছে। এদিকে আবার বিল গেটস করোনা আক্রান্ত হয়েছেন। টুইট করে নিজেই জানিয়েছেন সেকথা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy