ফের একসঙ্গে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন!

একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের সিনেমা মানেই ছিল ব্যবসা সফল প্রজেক্ট। ভক্তরাও তাদের ম্যাজিক্যাল কেমিস্ট্রি দেখার জন্য অপেক্ষায় থাকতেন। জনপ্রিয় এ তারকারা একে অপরের প্রেমে পরেছিলেন। তবে দীর্ঘ স্থায়ী হয়নি সে প্রেম।

এ জুটি ২০১৫ সালের পর থেকে আর একসঙ্গে কাজ করেননি। এরইমধ্যে শোনা যাচ্ছে দীর্ঘ বিরতির পর তারা আবার একসঙ্গে কাজ করবেন। তবে কোনো সিনেমা নয় একটি বিজ্ঞানপনে।

ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, বিজ্ঞাপনটি পরিচালনা করবেন পুনিত মালহোত্রা। পরিচালক এ জুটিকে আবার একসঙ্গে করতে যাচ্ছেন। এমন খবর প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে। তাদের ভক্তরাও খুশি।

এছাড়াও দীপিকা পাড়ুকোনকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একটি ক্যামিওতে দেখা যাবে। যেখানে রণবীর কাপুর মূল ভূমিকায় রয়েছেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy