মণিপুরে আবারও হিংসার ছায়া নেমেছে। উখরুল জেলায় জমি সংঘর্ষের জেরে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে দুই গ্রামবাসী এবং একজন মণিপুর রাইফেলসের জওয়ান নিহত হয়েছেন এবং অন্তত ৪৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার। ‘থাওয়াইজাও হুংপুং ইয়ং স্টুডেন্টস অগার্নাইজেশন’-এর সদস্যরা হুংফুং জেলা হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মসূচি চালাচ্ছিল। এই সময় তারা হুনফুন গ্রামের সীমানা পেরিয়ে যাওয়ায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের উত্তাপে উখরুল থানা থেকে অস্ত্র ও গুলি লুট হয়েছে। মোট ২১টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় এক হাজার রাউন্ড গুলি লুট হয়েছে বলে খবর। এই ঘটনায় উখরুল শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে।
সংঘষ চলাকালীনই উত্তেজিত জনতা উখরুল থানায় চড়াও হয় ও যথেচ্ছ অস্ত্র, গুলি লুট করে। সূত্রের খবর, ৮টি ৯এসএস পিস্তল, ৬টি ইনসাস রাইফেল, ৩টি একে-৪৭ রাইফেল, ২টি ৯এমএম কারবাইন, একটি এসএলআর ও একটি স্টেনগান লুট হয়।