
বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘ফুলকি’। টিআরপি তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষস্থানে থেকে দর্শকদের মন জয় করে চলেছে এই সিরিয়াল। গত সপ্তাহেও ‘ফুলকি’ তিন নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। শুরু হওয়ার পর থেকেই এই ধারাবাহিক রীতিমতো সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।
অভিনেত্রী দিব্যাণী মণ্ডলের উত্থান
নাম ভূমিকায় থাকা দিব্যাণী মণ্ডল প্রথম সিরিয়াল দিয়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দিব্যাণীর বিপরীতে রয়েছেন অভিষেক বোস, আর তাঁদের জুটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘ফুলকি’র মাধ্যমেই টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন দিব্যাণী, এবং এক ধারাবাহিকেই তাঁর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া।
কত পারিশ্রমিক পান দিব্যাণী?
এক বিনোদন সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ‘ফুলকি’ ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে দিব্যাণীর পারিশ্রমিকও বেড়েছে। বর্তমানে তিনি প্রতিমাসে প্রায় ১ লাখ ১২ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন। শুরুর দিকে তাঁর পারিশ্রমিক ছিল ৬০ হাজার টাকা, কিন্তু ধারাবাহিকের সাফল্যের কারণে তা বেড়ে যায়। পারিশ্রমিকের নিরিখে বর্তমানে তিনি দশম স্থানে রয়েছেন।
ব্যক্তি দিব্যাণী: পড়াশোনা ও শখ
মুর্শিদাবাদের এই মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন। সিরিয়ালে কাজ করার সুযোগ পেয়ে তিনি তা হাতছাড়া করতে চাননি। পাশাপাশি, তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।
আধ্যাত্মিক জীবন ও নাচের প্রতি ভালোবাসা
দিব্যাণী কৃষ্ণভক্ত, এবং মাত্র ১৫ বছর বয়স থেকেই আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন। শ্যুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই তিনি মায়াপুরে যান। নাচেও তাঁর দারুণ দক্ষতা রয়েছে, যা প্রায়ই তাঁর সোশ্যাল মিডিয়ার রিলসে ধরা পড়ে।
‘ফুলকি’ সিরিয়ালের মাধ্যমে দিব্যাণী মণ্ডল ইতিমধ্যেই বাংলা টেলিভিশন জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দর্শকরা তাঁর অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ, যা তাঁকে আরও জনপ্রিয়তার শিখরে নিয়ে যাচ্ছে।