ফিফার নির্দেশে পুনরায় আয়োজিত হতে চলেছে, ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচ

ফিফার তরফ থেকে জানিয়ে দেওয়া হল স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ পুনরায় খেলা হবে। ৫ সেপ্টেম্বর সাও পাওলে-এ ব্রাজিলীয় স্বাস্থ দফতরের কিছু আধিকারিক মাঠের মধ্যে ঢুকে এই ম্যাচের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করেন। ব্রাজিলের ন্যাশনাল হেলথ সার্ভাইলেন্স এজেন্সি সেই সময়ে দাবি করে আর্জেন্টিনার চার জন ফুটবলার কোভিড নীতি লঙ্ঘন করেছে। ওই চার ফুটবলারকে কোনও ভাবেই খেলতে দেওয়া হবে না বলে জানানো হয়।

কিন্তু ফেব্রুয়ারি মাসে পুনরায় এই ম্যাচ আয়োজনের কথা ঘোষণা করে ফিফা এবং ওই চার ফুটবলারকে দুই ম্যাচ করে নির্বাসিত করে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উভয় ফেডারেশনকেই একাধিক জরিমানা করে ম্যাচ বাতিল হওয়াকে কেন্দ্র করে। ম্যাচের মধ্যে অনৈতিক ভাবে ব্রাজিলের স্বাস্থ কর্মীদের ঢুকে পড়া এবং ম্যাচ বানচাল করে দেওয়াটা একেবারেই ভাল ভাবে গ্রহণ করেনি ফিফা। এই ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে করা জরিমানার পরিমাণ ৫০৩৪২ ডলার। ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলই ২০২২ এ কাতারে আয়োজিত হতে চলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

প্রথমদিকে এই ম্যাচটি পুনরায় খেলার জন্য আপত্তি জানায় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এবং ব্রাজিলও অনুরোধ করে ম্যাচটি বাতিলের জন্য। কিন্তু কারো কোনো আবেদনেই কাজ হয়নি। ফিফা নিজের সিদ্ধান্ত বহাল রেখেছে। এবং বিশ্বকাপের টিকিট পকেটে ঢুকিয়ে নিলেও এই ম্যাচে মাঠে নামতেই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy