পড়ুয়াদের ভবিষৎ নষ্ট করছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি: রাজ্যপাল জগদীপ ধনকর

সম্প্রতি রাজ্যমন্ত্রী সভায় প্রস্তাব পাশ করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হবে রাজ্যপাল জগদীপ ধনকর কে। আর এবার সেই প্রসঙ্গেই সাংবাদিকদের সামনে মুখ খুললেন রাজ্যপাল।

তিনি জানান SSC দুর্নীতি নিয়ে নজর ঘোরাতেই এসব চক্রান্ত করা হয়েছে।রাজ্যপাল আরও জানান যে পড়ুয়াদের ভবিষৎ নষ্ট করছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি। সেই সাথে তিনি জানিয়েছেন রাজ্যপালের ভূমিকা খর্ব করার ব্যাপারে কোনো নির্দেশিকা এলে তিনি তা দেখবেন।

প্রসঙ্গত, রাজ্যপালের পদে আসীন হওয়ার পর থেকেই বিভিন্ন কারণে খবরের শিরোনামে থেকে যান রাজ্যপাল জগদীপ ধনকর। মুখ্যমন্ত্রী মমতার সাথে প্রায়ই উঠে আসে বিভিন্ন মতানৈক্যের খবর। এমনকি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা সাংবাদিকদের জানিয়ে দেন যে তিনি রাজ্যপাল কে টুইটার থেকে ব্লক করে দিয়েছেন। আর এবার সরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপাল কে অব্যাহতির বিষয় নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy