প্রেম করছেন সোনাক্ষী সিনহা, প্রেমিক কে? জেনেনিন তার আসল পরিচয়

কয়েক বছর ধরে চলা গুঞ্জনে অবশেষে ভিত্তি মিলল; বলিউড তারকা সোনাক্ষী সিনহার জন্মদিনে ভালোবাসার কথা জানালেন তার প্রেমিক, বলিউড অভিনেতা জাহির ইকবাল।
এক ইনস্টাগ্রাম পোস্টে ‘দাবাং’ অভিনেত্রীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে জাহির ভালোবাসার কথা লিখেছেন; বিপরীতে জাহিরকেও ভালোবাসার কথা লিখেছেন সোনাক্ষী সিনহা।

৩৩ বছর বয়সী বলিউডের তরুণ অভিনেতা জাহির ইকবালের সঙ্গে কয়েক বছর ধরেই সোনাক্ষীর প্রেমের গুঞ্জন চলছিল; বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যেত তাদের।

তবে সম্পর্ক নিয়ে দু’জনই মুখে কুলুপ এঁটেছিলেন; জন্মদিনে এসে নিরবতা ভাঙলেন তারা।

ভিডিওতে মাথায় কালো ক্যাপ ও পরনে কালো-কালো প্রিন্টের জ্যাকেট দেখা গেছে সোনাক্ষী সিনহাকে; যিনি বার্গার বার্গার খাওয়ার ফাঁকে জাহিরের সঙ্গে খুনসুটিতে মেতেছেন।

ভিডিওটি পোস্ট করার পর বলিউড তারকা তারা সুতারিয়া, পত্রলেখা, বরুণ শর্মাসহ আরও অনেকে এ জুটিতে শুভকামনা জানিয়েছেন।

বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, ৩৫ বছর বয়সী সোনাক্ষীর সঙ্গে এ বছরই গাঁটছড়া বাঁধলেন জাহির; তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জাহির ইকবাল তার বাবার বন্ধু সালমান খানের হাত ধরে ২০১৯ সালে বলিউডে নাম লেখান।

‘নোটবুক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর একই বছর ‘ভ্রুমরো’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘ডাবল এক্স এল’ সিনেমায় সোনাক্ষী সিনহার সঙ্গে অভিনয় করছেন তিনি।

সালমান খানের প্রযোজনায় ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমায়ও কাজ করছেন জাহির।

 

View this post on Instagram

 

A post shared by Zaheer Iqbal (@iamzahero)

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy