প্রবল বর্ষণে মৃত্যু ১০ জনের, বাধ্য হয়ে বাড়িঘর ছাড়লেন কয়েকশো লোক

চীনের হুনান প্রদেশে প্রবল বর্ষণে ১০ জন মারা গেছেন। কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারি বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, বুধবার পর্যন্ত ১০ জন মারা গেছেন, তিনজন নিখোঁজ রয়েছেন।

হুনানের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভারি বর্ষণের ফলে নদী ও হ্রদের জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সিনহুয়া জানিয়েছে, হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। কিছু আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ঐতিহাসিক স্তরের খবর জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এ সময় এতে তিনশ’রও বেশি লোক মারা যান।

বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ দেখা দিচ্ছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy