প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগ চান বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীরা অবিলম্বে বিক্রমাসিংহের পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেছেন, যদি তিনি (বিক্রমাসিংহ) পদত্যাগ না করেন তবে আমরা দখলকৃত ভবনগুলো ছেড়ে যাবো না। আমরা প্রতিবাদ চালিয়ে যাব।

প্রবল অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলংকায় বিক্ষোভের মুখে গত মে মাসে পদত‌্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপাকসে। এরপর রনিলকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন গোতাবায়া। সেসময় অনেকেই এর বিরোধীতা করেছিলেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy