প্রথম দিনে চমক দেখাতে পারলো না ‘হিরোপান্তি টু’ও ‘রানওয়ে ৩৪’, আয় করলো

শুক্রবার মুক্তি পেয়েছে বড় বাজেটের তারকাবহুল দুই ছবি। তবে দুটি ছবির কোনোটিই চমক দেখাতে পারেনি বক্স অফিসে।

টাইগার স্রফের ‘হিরোপান্তি টু’ এবং অজয় দেবগণ ও অমিতাভ বচ্চনের ‘রানওয়ে ৩৪’ মুক্তি পেয়েছে শুক্রবার। কিন্তু প্রথম দিনে আশানুরূপ ব্যবসা করতে পারেনি ছবি দুটি। ধারণা করা হচ্ছে ‘হিরোপান্তি টু’-এর আয় হয়েছে প্রায় ৭ কোটি এবং ‘রানওয়ে ৩৪’-এর আয় হয়েছে প্রায় ৩.২৫ কোটি মাত্র। অজয় ও টাইগারের সিনেমা হিসেবে এই সংখ্যাটি খুবই কম। কারণ ছবিগুলোকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি ছিল। প্রথম দিনে আয় কম হলেও আশা করা হচ্ছে ঈদের ছুটিতে ভালো ব্যবসা করতে পারবে ছবি দুটি।

ধারণা করা হচ্ছে দক্ষিণ ভারতের ছবি ‘কেজিএফ টু’-এর দাপটের প্রভাব পড়েছে ‘হিরোপান্তি টু’ এবং ‘রানওয়ে ৩৪’-এর ওপরে। মুক্তির পরে তৃতীয় শুক্রবারে ‘কেজিএফ টু’ আয় করেছে ৪.২৫ কোটি টাকা।

‘হিরোপান্তি টু’ পরিচালনা করেছেন আহমেদ খান। অভিনয় করেছেন টাইগার শ্রফ ও তারা সুরতিয়া। এছাড়াও আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘রানওয়ে ৩৪’ নির্মাণ করেছেন অজয় দেবগণ। ছবিটিতে অভিনয়ও করেছেন তিনি। এছাড়াও আছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, রাকুল প্রীত সিং এবং অঙ্গিরা ধর।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy