‘প্রজাপতি’ সিনেমার শুটিং ফেলে কোথায় ছুটে গেলেন মিঠুন চক্রবর্তী?

‘প্রজাপতি’ সিনেমার শুটিং শিকেয়। মিঠুন চক্রবর্তী উধাও! কলকাতায় নেই ‘মহাগুরু’। শহর ছাড়িয়ে অনেক দূরে নাকি তার হদিস মিলেছে! এ দিকে বেগতিকে পরিচালক অভিজিৎ সেনও। অগত্যা তিনি মন দিয়েছেন জি বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শোর শুটে! সিনেমার প্রযোজক-অভিনেতা দেব অধিকারী এবং অতনু রায়চৌধুরীও তাই যে যার মতো ব্যস্ত।

শোরগোল আরও বেড়েছে রবিবার ‘মহাগুরু’ বাগডোগরা বিমানবন্দরে পা রাখতেই। আকাশপথে তিনি পৌঁছে গিয়েছেন নাকি শৈলশহরে। সকাল ১০টা হবে তখন। বিমানবন্দর থেকে বেরোনোর পরেই মিঠুন চক্রবর্তীর গাড়ি ছুটেছে গন্তব্যের দিকে।

যা রটেছে, তা-ই কি ঘটেছে? জানতে অভিজিৎকে ফোনে ধরেছিল কলকাতার আনন্দবাজার অনলাইন। তার কথায়, ‘শনিবার ‘প্রজাপতি’র প্রথম পর্বের শুট শেষ। একটানা আমাদের সঙ্গে কাজ করে গিয়েছেন মিঠুনদা। একটু অবসর ওঁর প্রাপ্য, আমাদেরও। আপাতত তাই সবার দিন ছয়েকের ছুটি। রবিবার থেকে শহরে ‘দাদা’ নেই। এটুকুই জানি। আর কিচ্ছু জানি না।’

ঘনিষ্ঠ সূত্র বলছে, টানা কাজের পরে ছোট্ট ছুটিতে সোজা কার্শিয়াংয়ে আস্তানা গেড়েছেন মিঠুন। সেই জন্যই রবিবার অভিনেতাকে দেখা গিয়েছে শিলিগুড়ির বিমানবন্দরে।

১৬ জুলাই ছুটি শেষ। ওই রাতেই ঘরের ছেলে ঘরে ফিরবেন। ১৭ জুলাই থেকে আবার পুরোদমে কাজ। বিধাননগরে এখনও কিছু শুট বাকি। পাশাপাশি, শুট হবে শহরজুড়ে। দ্বিতীয় পর্বে থাকতে পারেন মিঠুনের প্রিয় ‘মম’, মমতাশঙ্কর। সম্ভবত থাকবেন কৌশানী মুখোপাধ্যায়ও।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy