প্রকাশ হলো সোনাক্ষীর গোপন প্রেম! এ নিয়ে মুখ খুলেননি অভিনেত্রী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিছুদিন ধরেই তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী এমন খবর চারদিকে। তবে এ নিয়ে মুখ খুলেননি সোনাক্ষী। তার প্রেমিকও এ বিষয়ে নিরব ছিলেন।

তবে সম্প্রতি এক ভিডিওতে জহির তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে নিয়ে এলেন। গেল ৬ জুন সোনাক্ষীর জন্মদিনে জহির ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে অভিনেত্রীর প্রতি তার ভালবাসা প্রকাশ করেছেন।

ইনস্টায় ভিডিও এবং দুজনের একটি সেলফি শেয়ার করে জহির ক্যাপশন দিয়েছেন, ‘শুভ জন্মদিন সনু, আই লাভ ইউ’।

জন্মদিনের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সোনাক্ষী মন্তব্য করেছেন, ‘থ্যাংক ইউ। লাভ উউউ টু’।

এরইমধ্যে পত্রলেখা, বরুণ শর্মা, তারা সুতারিয়া এবং হুমা কুরেশিসহ বেশ কয়েকজন সেলিব্রিটি পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বোঝা গেল সোনাক্ষীর প্রেমকাহিনি বলিউডের মানুষদের অজানা নয়।

এদিকে সোনাক্ষীকে ‘ডাবল এক্সএল’ নামের ছবিতে দেখা যাবে শিগগিরই। এ সিনেমায় তার প্রেমিক জহিরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy