পেট্রোল ও ডিজেলের দাম কমানো নিয়ে ভারতের প্রশংসা করলেন ইমরান খান

‘যুক্তরাষ্ট্রের চাপের কাছে’ মাথা নত না করে মূল্যছাড়ে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি দাবি করেছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে তাঁর সরকারও এ ব্যাপারে কাজ করছিল। কিন্তু, বর্তমান সরকার তা করছে না।

ইমরান বলেন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ নেতৃত্বাধীন বর্তমান সরকার মাথাকাটা মুরগির মতো করে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।

ভারত সরকার শনিবার প্রতি লিটার পেট্রোলে আট রুপি ও ডিজেলের দাম ছয় রুপি কমানোর ঘোষণা দেওয়ার পরই এমন কথা বললেন ইমরান।

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা নিয়ে করা একটি টুইটে ইমরান লেখেন, ‘কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও ভারত যুক্তরাষ্ট্রের চাপ সামলে জনদুর্ভোগ কমাতে রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কিনছে। স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের সরকারও এভাবেই কাজ করছিল।’

ইমরান খান বিদেশি ষড়যন্ত্রে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগ আবার তুলে বলেছেন, ‘মীর জাফর ও মীর সাদিকেরা পাকিস্তানে সরকার পরিবর্তনের জন্য বিদেশে চাপের কাছে মাথা নত করেছে এবং এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া অর্থনীতি নিয়ে চারপাশে মাথাকাটা মুরগির মতো দৌড়ে বেড়াচ্ছে।’

গত মাসে ক্ষমতা থেকে অপসারিত পাকিস্তানের প্রাক্তন এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমাদের সরকারের কাছে পাকিস্তানের স্বার্থ ছিল সবার আগে। কিন্তু, এখানকার মীর জাফর ও মীর সাদিকেরা বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তন করে নিয়ন্ত্রণহীন অর্থনীতি নিয়ে মাথাকাটা মুরগির মতো চারপাশে দৌড়ে বেড়াচ্ছে।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy