অক্ষয় কুমারকে শেষ রুপালি পর্দায় দেখা গেছে ‘বচ্চন পান্ডে’ ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এখন অক্ষয়প্রেমীরা তাকিয়ে তাঁর আগামী ছবি ‘পৃথ্বীরাজ’-এর দিকে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ঐতিহাসিক এ ছবিতে অক্ষয়কে যে রাজা পৃথ্বীরাজের ভূমিকায় দেখা যাবে, তা বলার অপেক্ষা রাখে না। আর রাজকন্যা সংযোগিতার চরিত্রে আসতে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। এ ছবির মাধ্যমে তাঁর রাজকীয় অভিষেক হতে চলেছে। ‘পৃথ্বীরাজ’ ছবির অন্যান্য চরিত্রে আছেন সোনু সুদ, সঞ্জয় দত্ত, মানব ভিজসহ আরও অনেকে। এই পিরিয়ড ছবির জন্য কোন তারকা কত পারিশ্রমিক নিয়েছেন, তা জানা গেছে।
অক্ষয় কুমার
বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে এর আগে ভিন্ন চরিত্রে দেখা গেছে। কিন্তু এই প্রথম ইতিহাসের পাতার এক নায়ককে পর্দায় জীবন্ত করতে চলেছেন তিনি। তাই রাজা পৃথ্বীরাজের ভূমিকায় তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন সিনেমাপ্রেমীরা। এ চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের আক্কি ৬০ কোটি নিয়েছেন বলে খবর।
মানুষি ছিল্লার
২০১৭ সালে বিশ্বসুন্দরীর খেতাব জয় করেছিলেন মানুষি। আর এর পর থেকেই তাঁর বলিউডে অভিষেক নিয়ে নানান গুঞ্জন। অবশেষে বিটাউনে তিনি পা রাখতে চলেছেন রাজকন্যা সংযোগিতা রূপে। ‘পৃথ্বীরাজ’ ছবির জন্য মানুষি এক কোটি দাবি করেছিলেন।
সোনু সুদ
‘পৃথ্বীরাজ’ ছবিতে বলিউড অভিনেতা সোনু সুদকে একটি মূল চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম চাঁদ বরদাই। সোনু করোনাকালে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর এর পর থেকে তাঁর অনুরাগীর সংখ্যা বেড়ে গেছে। পর্দায় তাঁকে দেখার অপেক্ষায় হাজারো অনুরাগী। এ ছবির জন্য তিনি নিয়েছেন ৩ কোটি।
সঞ্জয় দত্ত
‘কেজিএফ টু’ ছবিতে সঞ্জয় দত্তকে এক ভয়ংকর খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল। এ ছবিতে তাঁর অভিনয় সবাই দারুণ পছন্দ করেছিলেন। আবার বড় পর্দায় তাঁকে এক দাপুটে চরিত্রে দেখা যাবে। ‘পৃথ্বীরাজ’ ছবিতে সঞ্জয় ‘কাকা কানহা’র ভূমিকায় আসতে চলেছেন। এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিয়েছেন ৫ কোটি।
মানব ভিজ
মানব ভিজকে ‘পৃথ্বীরাজ’ ছবিতে মূল খলনায়কের ভূমিকায় দেখা যাবে। মোহাম্মদ ঘুরির চরিত্রে আসতে চলেছেন এ অভিনেতা। এর আগে বেশ কিছু ছবিতে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। মানব এ ছবির জন্য ১০ লাখ নিয়েছেন।