পুড়িয়ে দিলো শত শত বাড়ি ঘর, অভিযান চালিয়েছে জান্তা বাহিনী

মিয়ানমারের উত্তরাঞ্চলে তিন দিনের অভিযান চালিয়েছে জান্তা বাহিনী। এ সময় সেখানের শত শত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা। দেশটিতে জান্তা বিরোধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সাগাইং অঞ্চলে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে প্রায় সংঘাতে জড়াচ্ছে জান্তা বাহিনীর সদস্যরা।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেনা সদস্যরা গত সপ্তাহে কিন, আপার কিন ও কে তাউং গ্রামে শত শত বাড়িঘরে আগুন দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কিনের এক বাসিন্দা জানান, জান্তা বাহিনীর তাণ্ডবে কিন গ্রামের মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ সেনারা গুলি করে অগ্রসর হচ্ছিল। তিনি বলেন, আমার বাড়িসহ প্রায় দুইশ বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এএফপির প্রকাশিত ভিডিওতে ওই গ্রাম থেকে আকাশের দিকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

কে তাউং গ্রামের এক বাসিন্দা বলেন, সেনাবাহিনীর সদস্যরা তল্লাশি অভিযানের পাশাপাশি আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে।

তাছাড়া যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রেও ওই সব গ্রামে আগুন দেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy