পুরুষের যে চার কথায় মেয়ের ভালোবাসা বাড়ে,জেনেনিন

ভালোবাসায় থাকতে হয় আবেদন। নারী পছন্দ করে পুরুষের আবদারপূর্ণ কথা। ভালোবাসার কাছে নুইয়ে পড়ে নিজেকে উজাড় করে দিতে পারে একজন নারী। কিন্তু নারীর মন পেতে আগে মনের যত্ন নিতে ভুল করে যে পুরুষ সে ভালোবাসা থেকে বঞ্চিত হয়। পুরুষের কিছু কথা নারীর মনে ভালোবাসা বাড়ায়। যেমন-
তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছো

তোমাকে পেয়ে আমি সুখী। এমন কথা সম্পর্কে আবেদন বাড়ায়। পুরুষদের এমন নির্ভরতাময় কথায় নারীরা অনেক বেশি খুশি হয়ে থাকে। তারা ভাবে যে পুরুষটি তাকে সত্যিই অনেক বেশি ভালোবাসে এবং এর প্রতিক্রিয়া হিসেবে তারাও অনেক বেশি ভালোবেসে থাকে।

আমার সুন্দর ছোট্ট পাখি

যেকোনো একটি পাখির নামে ডেকে দেখুন, ম্যাজিক! পুরুষের ভালোবাসার এই ডাকে নারীরা সাড়া দেন লাজুকভঙ্গিতে। পুরুষরাও নারীদের খুশি করার জন্যই এভাবে বলে থাকেন।

তুমি আসায় আমার জীবনে উন্নতি হয়েছে

এই কথাটি যখন কোনো নারী কোনো পুরুষের কাছ থেকে শুনে থাকে তখন সে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করে। তাই প্রতিটি নারীই পুরুষদের এমন কথায় বেশ খুশি হয়ে থাকেন।

তোমাকে আকর্ষণীয় লাগছে

পুরুষদের মুখ থেকে এই কথাটি শুনতে প্রতিটি নারীই অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে। এ কথাটি নারীর কাছে দামি কথা। তাকে সুন্দর বা আকর্ষণীয় লাগছে- কথাটি অন্য কারো থেকে শুনতে যতটা না ভালো লাগে তার চেয়ে হাজারগুণ বেশি ভালো লাগে প্রেমিক পুরুষের মুখ থেকে শুনতে।

প্রিয়জনকে ভালো রাখুন, ভালো থাকুন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy