ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির মাটিতে রাশিয়ান দখলদারকে কর্মকাণ্ড তদন্তে আন্তর্জাতিক টাইব্যুনাল গঠন এবং রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভার্চ্যুয়াল বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়ার হত্যাযজ্ঞ থামাতে আমাদের জরুরি ভিত্তিতে সব করতে হবে। খবর আল-জাজিরার।
তিনি সতর্ক করে বলেন, অন্যথায় রাশিয়ার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অন্য ইউরোপীয় দেশ, এশিয়া এবং বাল্টিক দেশে ছড়িয়ে পড়বে।
তিনি বলেন, পুতিন সন্ত্রাসী হয়ে উঠছেন। সপ্তাহের সাত দিনই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। প্রতিদিন তারা সন্ত্রাসী হিসেবে কাজ করছে।
এ ছাড়া জাতিসংঘ সনদের ৬ অনুচ্ছেদের উল্লেখ করে জেলেনস্কি রাশিয়ার সদস্যপদ বাতিল করতে সংস্থাটির প্রতি আহ্বান জানান। জাতিসংঘ সনদের ৬ অনুচ্ছেদে বলা আছে, জাতিসংঘ সনদের ৬ অনুচ্ছেদের নীতি ক্রমাগত লঙ্ঘনকারীর সদস্যপদ নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বাতিল করতে পারে।