পুতিনের সেই ‘প্রিয়তমা’র ওপর জারি হতে পারে নিষেধাজ্ঞা

আলিনা কাবায়েভা নামে এক নারীর সঙ্গে মধুর সম্পর্ক রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এবার তার সেই প্রিয়তমার ওপর আসতে পারে নিষেধাজ্ঞা। খবর: সিএনএন।

সিএনএন জানায়, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে ষষ্ঠ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে সেই প্যাকেজেরেই খসড়ায় রয়েছে পুতিনের প্রেমিকার নাম।

তবে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মুহূর্তে সদস্য দেশগুলোর অনুরোধে নতুন নাম যোগ করা বা বাদ দেওয়া যাবে।

ইউরোপীয় ইউনিয়ন এখনো খসড়া প্রস্তাবটি চূড়ান্ত করেনি। তবে শুক্রবার এটি তারা চূড়ান্ত করে ফেলতে পারে।

এদিকে আলিনা কাবায়েভার সঙ্গে এক যুগেরও বেশি সময় আগে সম্পর্ক তৈরি হয় পুতিনের। তখন তিনি একজন পদকজয়ী জিমন্যাস্ট ছিলেন। তবে পুতিন আলিনা কাবায়েভার সঙ্গে কোনো প্রকার সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন।

এপ্রিলে মার্কিন গণমাধ্যম দ্য ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিনার বিরুদ্ধে আগে সম্ভাব্য নিষেধাজ্ঞাগুলো শেষ পর্যন্ত স্থগিত করা হয়।

কারণ এই পদক্ষেপকে পুতিনের পক্ষে এতটাই ব্যক্তিগত আঘাত বলে মনে করা হয়েছিল যে এই বিষয়টি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে এবার ইউরোপীয় ইউনিয়ন তাকে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy