‘পুতিনের সঙ্গে এরদোগানের সেই যৌথ ছবি ন্যাটোর জন্য চ্যালেঞ্জ’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানের সাম্প্রতিক সময়ে তোলা একটি যৌথ ছবিকে ন্যাটোর প্রতি চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানে তাদের মধ্যে বৈঠকের সময় ওই ছবিটি তোলা হয়। আলোচিত ছবিটিতে ছবিটিতে ইরান, রাশিয়া ও তুরস্ত–এই তিন দেশের রাষ্ট্রপ্রধানকে দেখা গেছে। ছবির মাঝখানে ইব্রাহিম রাইসি, তার দুইপাশে পুতিন ও এরগোদান। রাইসি পুতিন ও এরদোগানের হাত উপরে তুলে ধরেছেন। শনিবার জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ডকে দেওয়া একটি সাক্ষাৎকারে বেয়ারবক উল্লেখ করেছেন, এই ছবিটি তার জন্য ‘ধারণাতীতের চেয়ে বেশি, বিশেষ করে একজন ন্যাটো সদস্যের দৃষ্টিকোণ থেকে।’

ন্যাটো জোটের সদস্য হিসেবে তুরস্ক ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ অবস্থান বেছে নেওয়ার জন্য অন্যান্য সদস্য রাষ্ট্র আঙ্কারার প্রতি বিরূপ। ন্যাটো সামগ্রিকভাবে প্রকাশ্যেই রাশিয়াকে হুমকি বলে মনে করে।

এ ব্যাপারে আনালেনা বেয়ারবক বলেন, এই ছবিতে তুরস্কের প্রেসিডেন্ট যে আছেন তা একটি চ্যালেঞ্জ।

তার মতে, ছবিটি ‘গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে’ একসঙ্গে দাঁড়ানোর গুরুত্ব প্রমাণ করে যারা ‘শুধু আন্তর্জাতিক নিয়মে বিশ্বাস করে না, তাদের পক্ষে দাঁড়ায়’।

তিনি ব্যাখ্যা করে বলেন, কারণ এমন অনেক অভিনেতা আছেন যারা আমাদের মূল্যবোধের পক্ষে দাঁড়ান না এবং সন্দেহ হলে তারাও বাহিনীতে যোগ দেন।

চলতি সপ্তাহে ইরানের রাজধানী তেহরানতে ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচ্যসূচিতে ছিল ইউক্রেন পরিস্থিতি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy