পাটশিল্পের দুরবস্থা নিয়ে ‘বিদ্রোহ’র পথে অর্জুন সিং, ত্রিপাক্ষিক বৈঠকের ডাক দিলো বস্ত্রমন্ত্রক

সম্প্রতি পাট শিল্পের বেহাল অবস্থা নিয়ে কিছুদিন আগেই ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন অর্জুন সিং। তিনি নিজে বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও সারাব হন কেন্দ্রীয় মন্ত্রী পিষুষ গোয়েলের বিরুধ্যে। তিনি অভিযোগ করে জানান যে পাট শিল্পের সমস্যার কথা জানলেও তার কথার গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় মন্ত্রী। আন্দোলন কে প্রশমিত করার জন্যই তাকে ডাকা হয় দিল্লিতে।

তারপর দিল্লিতে যান ব্যারাকপুরের সাংসদ। সেখানে গিয়ে তিনি দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী পিষুষ গোয়েলের সাথে। তারপর বস্ত্রমন্ত্রকের সচিবের সাথে দ্দেখা করেন তিনি তাদের দুজনের মধ্যে প্রায় এক ঘন্টার মতো কথা হয়।

বৈঠক শেষে অর্জুন সিং নিজেই সাংবাদিকদের জানান পাটশিল্পের সমস্যা সমাধানে আগামী ৯ মে দিল্লিতে ফের বৈঠকের ডাক দিয়েছে বস্ত্রমন্ত্রক। ত্রিপাক্ষিক বৈঠকে অংশ নেবে বস্ত্রমন্ত্রক, রাজ্য সরকার এবং পাটশিল্পের সঙ্গে জড়িত প্রতিনিধিরা। ওই বৈঠকেই সমস্যা মিটবে বলে আশা। আগামী ৯মে পর্যন্ত কোনও আন্দোলন যে হবে না তা জানিয়েছেন অর্জুন সিং। তবে বৈঠক ফলপ্রসূ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ। ইচ্ছাকৃতভাবে পাটশিল্পে সমস্যা সমাধান করা হয়নি বলেই দাবি তাঁর।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy