পাঞ্জাবী গায়ক সিধু শুধু নয় হত্যাকারীর মূল টার্গেটে রয়েছেন সালমান খান!

প্রকাশ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসওয়ালার হত্যা নিয়ে উত্তাপ্ত ভারতের রাজনীতি। এর মধ্যেই জানা গেছে মুসওয়ালার হত্যাকারী মূল্য টার্গেট বলিউড সুপারস্টার সালমান খান।

পুলিশ সূত্রে জানা যায়, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লরেন্স বিষ্ণোই। বিষ্ণোই সম্প্রদায়ের নেতা ভাইজানকে ১৯৯৮ সালে প্রকোশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন।

মুসওয়ালার হত্যার পর এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নিরাপত্তা বাহিনীর। ফলে বাড়ানো হয়েছে এই বলিউড অভিনেতার নিরাপত্তা। কোন ঝুঁকি নিতে চায় না মুম্বাই পুলিশ।

হিন্দুস্তান টাইমসকে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সালমান খানের নিরাপত্তা সার্বিকভাবে বাড়ানো হয়েছে। তার অ্যাপার্টমেন্টের চারপাশেও ২৪ ঘণ্টা পুলিশি টহল থাকবে। যাতে রাজস্থানের এই গ্যাং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের কারণ কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে। এই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। এই হরিণের রক্ষকর্তা বিষ্ণোই সম্প্রদায়ের অংশ লরেন্স। ১৯৯৮ সালে সালমন খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শ্যুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে যে জানিয়েছিল, যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব।

২০২০ সালের ১৫ অগস্ট উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয় রাহুল ওরফে সাঙ্গা ওরফে বাবা সুরি নামের ২৭ বছরের এক শার্প শ্যুটারকে। পুলিশি জেরায় তিনি স্বীকার করেছিলেন সালমান খানকে হত্যার ছক কষছিল তার দল। এমনকি ভাইজানের বাড়ির রেইকি পর্যন্ত করেছিল লরেন্সের সহযোগীরা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy