‘পাগলি’ মেয়েরাই ভালো স্ত্রী হন যে ছয় কারণে, জানলে চমকে যাবেন

বেশির ভাগ পুরুষই শান্ত স্বভাব এবং ঘরোয়া মেয়েকেই স্ত্রী হিসাবে পছন্দ করেন। তবে মনোবিদরা কিন্তু এর উল্টো কথাই বলছেন। তাদের মতে, যাদের আপাতপক্ষে দেখে খানিকটা ‘পাগলি’ বলে মনে হয় আসলে তারাই স্ত্রী হিসাবে সব থেকে ভালো হন! তবে অবাক হওয়ার কিছু নেই। এখানে পাগলির অর্থ অবশ্যই মানসিক ভারসাম্যহীন নয়। যাদের কাণ্ডকারখানা আর পাঁচজনের চেয়ে খানিকটা আলাদা তাদেরকেই বুঝানো হচ্ছে। কিন্তু কেনও? চলুন জেনে নেওয়া যাক কারণগুলো-

নির্ভেজাল মানুষ

এ ধাণের নারীরা যেমন, তেমনটাই সবার সামনে থাকেন। এরা কোনও ভেক ধরেন না। আপনি একবার দেখেই বুঝবেন এর দোষ-গুণ কী কী রয়েছে। এরা নিজেদের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নেন না।

 

 

সৃজনশীল

সৃজনশীল মস্তিষ্কের জন্যই এরা আর পাঁচজনের থেকে আলাদা হন। জীবনে মননে এরা খুব সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন।

অসাধারণ প্রেমিকা

বিয়ের পরে অনেকের ক্ষেত্রেই প্রেম জীবন পানসে মনে হয়। কিন্তু এদের ক্ষেত্রে কথাটি একেবারে খাটে না। আদর্শ প্রেমিকা বলতে যা বোঝায় এরা তাই।

ন্যাকামি পছন্দ নয়

এরা মহিলা হিসাবে কখনও আলাদা সুবিধা দাবি করেন না। যেখানে যেমন, সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করেন তারা। তাই ঘুরতে বেরুলে তাদের নিয়ে সমস্যায় পড়বেন না।

হারতে জানেন না :

অনেকেই যে পরিস্থিতিতে হাঁপিয়ে উঠবেন বা নিয়তির ওপর নিজেকে সঁপে দেবেন, এরা সে পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাবেন।

আপনাকে আগলাবেন

তাদের সামনে যদি প্রিয়জনকে কেউ অপমান করেন, তবে আর রক্ষে নেই।ts

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy