পাকিস্তানে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারিয়েছে হাজারও মানুষ, মৃত ৫৯ জন

পাকিস্তানের বিভিন্ন অংশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে। ভয়াবহ এ বন্যায় হাজারও মানুষ ঘরবাড়ি হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বন্যার জলে ভেসে গিয়ে নারী-শিশুসহ অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রীর দুর্যোগ ও আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা জিয়াউল্লাহ লাংগোভ।

তিনি জানান, ভারি বর্ষণে প্রদেশের ৮টি বাঁধ ভেঙে গেছে। বৃষ্টি-বন্যায় বাড়িঘর ধসে কয়েকশ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়ি ধসে পড়ে ৬ বছর বয়সী এক শিশুসহ দু’জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক জেলা কর্মকর্তা।

সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচির বিশাল অংশও জলমগ্ন হয়ে পড়ে।

বেলুচিস্তানে উদ্ধার তৎপরতা ও বন্যার জলে আটকা পড়াদের নিত্যপ্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার জল সরবরাহের কাজে নৌবাহিনীকেও যুক্ত করা হয়েছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy