পর পর টানা ৮ সিনেমা ফ্লপ, ‘ইমারজেন্সি’তে কঙ্গনার ক্যারিয়ার!

বিতর্কে যতটা দক্ষ কঙ্গনা রনৌত, ঠিক ততটাই ব্যর্থ বক্স অফিসে। পরিসংখ্যান বলছে, ৩২ সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা, যার মধ্যে ২৭ সিনেমা গড়পড়তা, সেমি-হিটস ও ফ্লপ। শুধু পাঁচটি সিনেমা হিট হয়েছে।

এই হিসাব আরও বিশ্লেষণ করলে, কঙ্গনার টানা আট সিনেমাই ফ্লপ হয়েছে। সবশেষ ‘ধাকাড়’র অবস্থা এতটাই খারাপ যে মুক্তির অষ্টম দিনে ভারতে মাত্র ২০ জন দর্শক সিনেমাটি দেখেছে।

এমন ব্যর্থতা যেন গায়ে মাখছেন না কঙ্গনা রনৌত। শুট ছেড়ে যোগ দিয়েছেন পরিচালনায়; ‘ইমারজেন্সি’ শিরোনামে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করেছেন তিনি। এই তথ্য নিজেই জানিয়েছেন অন্তর্জালে। ২০২১ সালের জুনে এই প্রজেক্টের ঘোষণা দিয়েছিলেন তিনি।

এর আগে ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমা পরিচালনা করেছেন কঙ্গনা রনৌত।

‘ধাকাড়’-এর কেন্দ্রীয় চরিত্র নারী আর তিনি হচ্ছেন কঙ্গনা রনৌত। এ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা গেছে অর্জুন রামপালকে। সিনেমাটি পরিচালনা করেছেন রজনীশ ঘাই। বলিউড হাঙ্গামার খবর, ১০০ কোটি বাজেটের এ সিনেমা আজতক সংগ্রহ করেছে মাত্র ২.৫৮ কোটি ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy