পরিচালক রাজের সঙ্গে সম্পর্কে সামান্থা, বিয়ের আগে একত্রবাস করার পরিকল্পনা তারকার

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu) ঘিরে গত কয়েকদিন ধরে নেটমাধ্যমে নতুন করে প্রেমের কানাঘুষা চলছে। শোনা যাচ্ছে, ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর (Raj Nidimoru) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন এখানেই থেমে নেই; জল্পনা চলছে যে এই চর্চিত জুটি নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন এবং সেই লক্ষ্যে নাকি ইতিমধ্যেই বাড়ি খোঁজা শুরু করে দিয়েছেন তাঁরা।

যদিও এই সম্পর্ক বা একত্রবাসের পরিকল্পনা নিয়ে সামান্থা বা রাজ – দুজনের কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিবাহবিচ্ছেদ হয়। এই বিচ্ছেদ সামান্থাকে মানসিকভাবে অনেকটাই ভেঙে দিয়েছিল বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। বিচ্ছেদের কারণ হিসেবে কানাঘুষা শোনা যায় যে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের ঘনিষ্ঠতাই নাকি তাদের সম্পর্ক ভাঙার নেপথ্য কারণ ছিল। গত বছরের শেষের দিকে (২০২৪) নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

প্রাক্তন স্বামী যখন নতুন সংসার পেতেছেন, এই মুহূর্তে সামান্থা অবশ্য দ্রুত বিয়ে করতে আগ্রহী নন বলেই খবর। তাই সম্ভবত রাজের সঙ্গে সম্পর্কে জড়ালেও এখনই বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। বরং, শোনা যাচ্ছে যে, তাঁরা প্রথমে একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন এবং পরবর্তীতে হয়তো বিয়ের কথা ভাববেন। এই কারণেই নাকি তাঁরা এখন নতুন ঠিকানা খুঁজছেন।

পরিচালক রাজ নিদিমোরুর ব্যক্তিগত জীবনেও আগে বিবাহ হয়েছিল। তিনি বাঙালি কন্যা শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০২২ সালে রাজ এবং শ্যামলীর দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।

‘সিটাডেল হানি বানি’ (Citadel: Honey Bunny) ওয়েব সিরিজের সেটে কাজ করার সময়েই নাকি রাজ এবং সামান্থা একে অপরের কাছাকাছি আসেন। যদিও এর আগে সামান্থা রাজ নিদিমোরু পরিচালিত ‘ফ্যামিলি ম্যান সিজন ২’-তেও অভিনয় করেছেন এবং সেখানে তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy