পরমাণু অস্ত্র: কিম জং উন ফের দিলেন কঠিন হুঁশিয়ারি, নজরে শত্রুপক্ষ

পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বকে ফের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

স্থানীয় সময় গতকাল সোমবার (২৫ এপ্রিল) রাতে সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক মহড়ায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

সামরিক মহড়ায় নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করা হয়েছে।

কিম জং উন বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তা আরো সুসংহত করতে পরমাণু অস্ত্র কর্মসূচি বাড়িয়ে দেওয়া হবে। আর আমি এজন্যে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি।

বিবিসি জানিয়েছে, ২০১৭ সালের পর চলতি বছরের মার্চে নিজেদের সবচেয়ে বড় আইসিবিএম পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।

আন্তর্জাতিক সম্প্রদায় উত্তর কোরিয়ার ওই পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে।

ওই পরীক্ষার পর উত্তর কোরিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে পারবে উত্তর কোরিয়া।

গত রাতের প্যারেডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ত্র সক্ষমতা বাড়ানো থেকে বিরত না থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কিম।

তিনি বলেছেন, আমরা দ্রুত গতিতে পারমাণবিক ক্ষমতা জোরদার ও বিকাশের জন্য পদক্ষেপ অব্যাহত রাখবো। উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী যেকোনো সময়ে অনুশীলনের জন্য অবশ্যই প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy