পদত্যাগের সিদ্ধান্ত শ্রীলংকার মন্ত্রী সভার সকল সদস্যের

শ্রীলংকার বর্তমান মন্ত্রী সভার সকল সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ দেশটিতে সর্বদলীয় সরকার গঠিত হলেই তারা মন্ত্রিত্ব ছেড়ে দেবেন৷

সোমবার (১১ জুলাই) প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের দপ্তর থেকে জানানো হয়েছে এ তথ্য৷

এদিকে গত শনিবার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হন। প্রেসিডেন্টের পাশাপাশি প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের পদত্যাগেরও দাবি জানান তারা।

উত্তেজনা চরমে পৌঁছালে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দু’জনই পদত্যাগ করতে সম্মত হন।

শ্রীলংকায় অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হওয়ায় সরকারের ওপর ক্ষুদ্ধ হন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে পড়েন।

মে মাসে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে৷ এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন রানিল বিক্রমাসিংহে৷ কিন্তু তার ওপরও ক্ষুদ্ধ হয় সাধারণ মানুষ।

শনিবার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনে অবস্থান নেন সাধারণ জনতা৷ তারা জানান, যতক্ষণ প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়ছেন ততক্ষণ তারা অবস্থান চালিয়ে যাবেন৷

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy