নবী মহম্মদকে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে মুসলিম ধর্মগুরুর হুমকির মুখে পড়লেন বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে।
উপত্যকায় ভাদেরওয়াহ শহরের একটি মসজিদে আদিল গফুর গানাই নামে ওই ধর্মগুরু নূপুর শর্মার শিরচ্ছেদ করার আহ্বান জানিয়ে হিন্দুদেরকে ‘গোমূত্র পানকারী’ এবং ‘গোবর ভক্ষণকারী’ বলেও অভিহিত করেছেন। এই ঘটনায় অভিযুক্ত ধর্মগুরুর বিরুদ্ধে ভাদেরওয়াহ থানায় আইপিসির ২৯৫-এ ধারাতে মামলা করা হয়েছে।
প্রসঙ্গত, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের দুই সপ্তাহ পর ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে।
সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এ নেতা ছাড়াও আরও কয়েক জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দিল্লি পুলিশ এ মামলা দায়ের করেছে।
বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা, একজন সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েক জন ব্যবহারকারী এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।
হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির বরখাস্ত করা মুখপাত্র নূপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কার হওয়া প্রধান নবীন কুমার জিন্দালের আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে—বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।
নূপুর শর্মা উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে গত মাসের শেষের দিকে টেলিভিশনের এক টকশোতে এবং জিন্দাল টুইটারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁদের এ মন্তব্যের পর দেশে-বিদেশে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার।
দিল্লি পুলিশের বিশেষ সাইবার ইউনিট কারও অভিযোগের ভিত্তিতে নাকি স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করেছে সেটি এখনও পরিষ্কার নয়।