সম্প্রতি সুপ্রিমকোর্টে তিব্র ভৎসর্নার স্বীকার হয়েছেন নুপিউর শর্মা। তবে শীর্ষ আদালতের পর্যবেক্ষণকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন শীর্ষ আদালত নুপুর শর্মাকে নিয়ে যা জানিয়েছেন তা সবটাই মৌখিক পর্যবেক্ষণ।
আর এটা কোনও তাদের মৌখিক রায় নয়। তাই এই বিষয় নিয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন। যদিও সুপ্রিম কোর্ট তাদের পর্যবেক্ষণে জানিয়েছে নুপুরের মন্তব্যের জন্যই দেশে হিংসাত্বক পরিবেশের সেটি হয়েছে ও আগুন জ্বলছে।
প্রসঙ্গত, পয়গম্বর বিতর্কে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিরোধিতা করে সুপ্রিমকোর্টের দ্বারস্ত হন নুপুর শর্মা। আর নিজের মামলাতেই হলেন তিরস্কৃত হলেন নুপুর শর্মা। বিজেপি নেত্রীর আর্জি শুনতেও অস্বীকার করেন বিচারপতিরা বলে খবর।
নুপুর শর্মার প্রতি এমন আচরণে ক্ষুব্দ বলিউড অভিনেতা অনুপম খের। তিনি এক টুইট বিচারপতির উদ্যেশে লেখেন ‘আপনি এমন কিছু করুন যা কিনা সত্যিই সন্মান জনক।’
সুপ্রীমকোর্ট পয়গম্বর বিতর্কে নুপুর শর্মার কড়া সমালোচনা করে। সম্প্রতি উদয়পুরের ঘটনার জন্য তার বক্তব্যকে দায়ী করেছে আদালত। সেই সাথে নির্দেশ দিয়েছে নুপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে।
সুপ্রিমকোর্ট বলেছে ‘ নুপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। আপনার জন্য দেশের পরিবেশ খারাপ হয়েছে। গোটা দেশের কাছে ক্ষমা চান। আপনার মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।’ পাল্টা দিল্লি পুলিশের কাছে শীর্ষ আদালত প্রশ্ন করেছেন আপনারা কি করছেন?