নারীর মন বোঝা ভীষণ কঠিন। তারা কখন কি ভাবেন তা বুঝে পান না বহু পুরুষ। তাইতো নারীরা সারা দিন কী নিয়ে ভাবনাচিন্তা করেন, তা জানার কৌতূহল রয়েছে বহু পুরুষের।নারীদের ভাবনার কোনো তল খুঁজে পান না বহু পুরুষ। চেষ্টা করেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সে চেষ্টা সফল হয় না। প্রকৃত ভাবনার খোঁজ না পেলেও অনুমান করে নিতে ক্ষতি কী! পুরুষরা সেই কাজটিই করেন। অনুমান করে নেন। তারা ধরেই নেন গুটি কয়েক চিন্তার মধ্যে নিজেদের ডুবিয়ে রাখেন নারীরা।
নারীদের ভাবনা নিয়ে কী অনুমান করে থাকেন পুরুষরা? চলুন জেনে নেয়া যাক-
আরামে থাকার কথা
পুরুষরা মনে করেন, নারীরা সারাদিন নিজেরা কীভাবে স্বস্তিতে থাকবেন, সে কথাই ভাবেন। কাজ সেরে বাড়ি ফিরে অন্তর্বাস ছেড়ে, গোসল করে কখন ওটিটি দেখবেন, তা ভাবেন নারীরা। এমনও অনুমান পুরুষদের।
যৌনতার কথা
একাংশ পুরুষ ভাবে, নারীরা সারাদিন যৌনতার কথাই ভেবে চলেন। এমনকি, দিবাস্বপ্নও দেখে থাকেন তা নিয়ে।
অর্থনৈতিক সমস্যা
নারীরা টাকা-পয়সা নিয়েও চিন্তা করেন বলে অনুমান করেন পুরুষেরা। কীভাবে টাকা জমাবেন, তা কোন খাতে খরচ করবেন, তা নিয়ে ভেবে থাকেন নারীরা। এমনও ধারণা কিছু পুরুষের।