নামাজের পাল্টা এবার হনূমান চালিশা, শপিং মলে হবে পাঠ ?

সম্প্রতি লখনৌয়ের মলে নামাজ পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও ভাইরাল হতেই হিন্দু মহাসভার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ওই শপিং মলে তারা হনূমান চালিশা পাঠ করবেন। যোগী আদিত্যনাথের উদ্বোধন করা এই শপিং মল ঘিরে বেঁধে গেছে তুলকালাম।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করেছে বিশেষ নির্দেশিকা। উত্তর প্রদেশের লখনৌয়ের লুলু মল কর্তৃপক্ষ এক নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নামাজ কেন, শপিং মলে পালন করা যাবেনা কোনোরকম ধর্মীয় আচার আচরণ।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ভাইরাল হয়ে যায় কিছু মানুষ জড় হয়ে নামাজ পড়ছেন। ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়ে যায় বিভিন্ন পক্ষের মতামত। আর তাই নিয়েই এখন দাবি উঠছে সেখানে হনূমান চালিশা পাঠ করার জন্য।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy