নতুন রূপে নজর কাড়লেন অর্জুন কাপুর, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

১৫ মাসের ওয়ার্ক আউট শেষে নতুন রূপে সবার নজর কাড়লেন অর্জুন কাপুর। ভক্তদের পাশাপাশি তার এই নতুন রূপ দেখে অবাক রণবীর সিং, দিয়া মির্জা ও রকুলপ্রীত সিং।

২০২১ এর ফেব্রুয়ারি মাসের একটি ছবি আর ২০২২ এর মে মাসের একটি ছবি পাশাপাশি শেয়ার করেছেন এ অভিনেতা। ছবির নিচে লিখেছেন, ১৫ মাসের কঠোর পরিশ্রমের ফল। এই দুটি ছবি আমি কখনই মুছে ফেলব না। আমি নিজের মধ্যে এই বদল আনতে পেরে গর্বিত। দীর্ঘ ১৫ মাসের যাত্রা মোটেই সহজ ছিল না। তবে আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অনেক দিন পর নিজেকে এই ভাবে দেখতে বেশ ভাল লাগছে। এটাই আমি। আর আগামী দিনেও এমনটাই থাকতে চাই।

অর্জুনের এই ছবি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। কী ভাবে চেহারায় এতটা বদল আনলেন অর্জুন, নেটদুনিয়ায় সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। শুধু অনুগামীরাই নন, তারকারাও অর্জুনের এই নতুন লুক দেখে বেশ আপ্লুত। অভিনেতা রণবীর সিং অর্জুনের ছবির নীচে লিখেছেন, ‘উফফ গরম’ অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘দারুণ কাজ করেছ বাবা।’

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy