ধাকড় নিয়ে ট্রলের শিকার কঙ্গনা, প্রথম সাত দিনে আয় খুবই কম

আলোচনায় ছিল কঙ্গনার ধাকড় সিনেমাটি। তবে মুক্তির পর তেমন দর্শক সাড়া পায়নি। প্রথম সাত দিন মাত্র এক কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

নানা বিষয়ে কঙ্গনা বেশ আলোচনায় থাকলেও এ সিনেমা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে কঙ্গনার এই ব্যর্থতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

তেহসিন পুনাওয়ালা টুইট করে লিখেছেন— কঙ্গনা অনুরোধ করা সত্ত্বেও ‘ধাকড়’ দেখা হয়ে ওঠেনি। কঙ্গনার সমালোচকদের উদ্দেশে তেহসিন লিখেছেন, ধাকড় ছবির জন্য কঙ্গনা রানাউতকে ট্রল করা খুবই অন্যায়। আমরা অনেকেই কঙ্গনার সঙ্গে সহমত বা দ্বিমত পোষণ করি। কিন্তু অস্বীকার করতে পারি না, তিনি আজ সিনেমা জগতের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম।

এর জবাবে অভিনেত্রী রিচা চাড্ডা লিখেছেন, ক্ষমতা হাতে থাকলে অনেক সুবিধা। ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, ঘন ঘন পুরস্কার, বিশেষ সামাজিক মর্যাদা, সব বিনা আয়াসে পাওয়া যায়। এমনকি নিজের ইচ্ছেমতো ছবিকে প্রচারও পাইয়ে দেওয়া যায়। কিন্তু সততা ও সৎসাহসেরও জোর আছে! মনে রেখো তেহসিন।

ধাকড় ছবিতে এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। পেশায় স্পাই হওয়ার কারণে পুরো সিনেমায় নিয়মিত লুক পরিবর্তন হয়েছে তার। টিজারেই সাত ধরনের লুকে দেখা গেছে কঙ্গনাকে। কঙ্গনা রানাউত ছাড়াও এ সিনেমায় দিব্যা দত্ত ও অর্জুন রামপাল অভিনয় করেছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy