ধর্মের টানেই ছেড়েছেন বলিউড, স্বামীসহ হজে গেলেন অভিনেত্রী সানা খান

বছর দুয়েক আগেই খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান। শুধু তাই নয়, ইসলামের পথে জীবন চালাতে বলিউডকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী সানা খান। এবার পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কায় গেলেন এই দম্পতি।

ইনস্টাগ্রামে পোস্ট করা সানা খানের একটি ভিডিওতে তার স্বামী মুফতি আনাস জানান, হজ আদায়ের সৌভাগ্য অর্জনে তিনি ও তার স্ত্রী রওনা হচ্ছেন।

সানা খান বলেন, আমি সীমাহীন আনন্দিত। কয়েক দিন পরই আমরা দুজন ‘আলহাজ’ হয়ে যাব।

ক্যাপশনে তিনি লিখেছেন, আমার কাছে বর্তমান আবেগ-অনুভূতি প্রকাশের কোনো শব্দ নেই। আল্লাহ আমাদের সবার হজ কবুল করুন এবং হজ পালন সহজ করে দিন। আমীন। আগে ওমরাহ আদায় করলেও এটিই হবে আমার প্রথম হজ আর আমার স্বামীর দ্বিতীয়।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সানা খান। এরপর ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। তবে ছোট চরিত্র, গান মিলিয়ে ৫০টির বেশি সিনেমায় তাকে দেখা গেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy