ধর্মীয় অনুভূতিতে আঘাত, বিজেপির MLA এর বিরুদ্ধে মামলা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিজেপির এমএলএ রাজা সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। রাজ্যের কাঞ্চনবাগ থানা পুলিশ গোশামহল এলাকার এমএলএ রাজার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে। সংবাদ সংস্থা এএনআইর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায়।

মামলায় বলা হয়েছে, বিজেপির এমএলএ রাজা সিং এর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাজা সিং যে বক্তব্য দিয়েছেন, তা বিশেষ একটি গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে।

রাজ্যের হায়দরাবাদের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ আলী এমএলএ রাজা সিং এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৯৫ (এ) ধারায় এ মামলা নথিভুক্ত করে পুলিশ।

কাঞ্চনবাগ থানা পুলিশের পরিদর্শক পি উমা মহেশ্বর রাও বলেন, ‘আমরা বিজেপির এমএলএ রাজা সিংয়ের বিরুদ্ধে মামলা নিয়েছি। ধর্মীয় অনভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy