দ্বিতীয়বার আবেদন করেও বিপত্তি, হাইকোর্টে ফের ধাক্কা খেলেন পার্থ চ্যাটার্জি

খবরের শিরোনামে এই মুহূর্তে জায়গা করে নিয়েছে SSC দুর্নীতি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির খবর এসেছে প্রকাশ্যে। হাইকোর্টের নির্দেশে এখন কালঘাম ছুটছে বাংলার কিছু তাবড় নেতার।

এসএসসি দুর্নীতি বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি দ্বিতীয়বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত।

এমতবস্থায় অপর কোনো ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ না করলে সিঙ্গেল বেঞ্চের রায়ের প্রেক্ষিতে ফের সিবিআইয়ের মুখোমুখি হতে পারেন পার্থ চ্যাটার্জি।

প্রসঙ্গত,এসএসসি নিয়োগে দু্র্নীতি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে৷ তাঁর মেয়েকে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে িদতে তিনি প্রভাব খাটিয়েছেন, এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে মঙ্গলবার সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ অভিযোগের সত্যতা প্রমাণ হলেই সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করবে বলেও জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ মঙ্গলবার রাতেই মন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy