দেশে বাড়ছে করোনা মৃত্যু, তবুও কিম সাড়া দিচ্ছেন না আমেরিকার ভ্যাকসিনের প্রস্তাবে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উত্তর কোরিয়া প্রথমবারের মতো কোভিডের বিরুদ্ধে লড়ছে। অথচ যুক্তরাষ্ট্রের কোভিড ভ্যাকসিনের প্রস্তাবে সাড়া দেয়নি।

উত্তর কোরিয়ায় প্রায় ২৫ লাখ মানুষ ‘জ্বরে’ আক্রান্ত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, দেশব্যাপী লকডাউন চলছে।

বাইডেন দক্ষিণ কোরিয়ায় এক সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়াকে ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমরা শুধু উত্তর কোরিয়াকেই নয়, চীনকেও ভ্যাকসিনের প্রস্তাব দিয়েছি এবং আমরা তা অবিলম্বে দিতে প্রস্তুত আছি। কিন্তু, আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি।’

এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল উপস্থিত ছিলেন।

উত্তর কোরিয়ার সরকার এর আগে কো-ভ্যাক্স, বিশ্বব্যাপী ভ্যাকসিন-শেয়ারিং স্কিম এবং দক্ষিণ কোরিয়া থেকে ভ্যাকসিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সেইসঙ্গে অন্যান্য প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy