
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তাঁর বার্তায় বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষ্যে, আমি সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনদের আমার শুভকামনা ও শুভেচ্ছা জানাই।’
রাষ্ট্রপতি বলেন, ‘ঈদের শুভ উপলক্ষ্যে, আসুন আমরা মানবতার সেবায় ও দরিদ্রদের জীবন উন্নয়নের জন্য নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।’
এদিকে, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে মোদি ইউরোপের তিন দেশের সফরে রয়েছেন। মোদি টুইটারে নাগরিকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
টুইটে মোদি বলেছেন, ‘সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। এ শুভ উপলক্ষ্য আমাদের সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধি করুক। সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি করছি।’
ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৩০ কোটি। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ সনাতন ধর্মাবলম্বী এবং প্রায় ১৫ শতাংশ মুসলমান নিয়ে দেশটি গঠিত।