‘দেখার মাটির’ পর ‘লালকুঠি’-তে ফের একসঙ্গে রাহুল-রুকমা জুটি

স্টার জলসার একসময় জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’-র সৌজন্যে রাজা ও মাম্পির জুটি বর্তমানে নেটদুনিয়ার হটকেক। রাজা ওরফে রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banarjee) ও মাম্পি ওরফে রুকমা (Rooqma Roy) -কে বাস্তবেও সবাই জুটি হিসাবে দেখতে চাইছেন। দেখার মাটিতে এই জুটি যেন দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।

তাই তো দর্শকেরা এই জুটিকে আবার ফিরে পেতে চাইছেন। আর সেটাই এবার সত্যি হলো। জানা গিয়েছে সামনের মাস থেকে আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি। যার প্রথম প্রোমো ইতিমধ্যে দর্শক দেখে ফেলেছে।

সম্প্রতি জি বাংলার ফেসবুক পেজে মুক্তি পেয়েছে লালকুঠির দ্বিতীয় প্রোমো। আর সেখানেই রুকমার বিপরীতে রাহুলকে দেখা গিয়েছে । শুধু তাই নয় এই ধারাবাহিকে রুকমার ঠাম্মিশাশুড়ির ভূমিকায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy