অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় আবারও জ্বালানি তেল শেষ হয়ে যাচ্ছে। জানা গেছে, দেশটির হাতে কোনো রকম একদিনের জ্বালানি তেল রয়েছে। সোমবার (২৭ জুন) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির সংরক্ষণাগারে কেবল এক দশমিক এক হাজার টন পেট্রল ও সাত দশমিক পাঁচ হাজার টন ডিজেল রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কায় কোনো তেলবাহী জাহাজ পৌঁছায়নি। কারণ কলম্বো প্রয়োজনীয় মূল্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। তাছাড়া সম্প্রতি ঋণ খেলাপি হওয়ায় দেশটিকে কালো তালিকাভুক্ত করেছে বিদেশি কোম্পানিগুলো।
এদিকে মূল্যছাড়ে জ্বালানি তেল কিনতে রাশিয়া ও কাতারে মন্ত্রীদের পাঠাচ্ছে শ্রীলঙ্কার সরকার। অর্থনৈতিকভাবে দেউলিয়া শ্রীলঙ্কায় সবচেয়ে বড় সংকট চলছে জ্বালানির। শনিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, অন্য সব কিছু থাকলেও জ্বালানি তেল শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে দেশটির পাম্প স্টেশনগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ হতে শুরু হয়েছে।
দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা রোববার বলেছেন, গত মাসে রাশিয়া থেকে ৯০ হাজার টন সাইবেরিয়ান ক্রুড কেনা হয়। এখন আরও তেল কিনতে সোমবার (২৭ জুন) দুই মন্ত্রীকে মস্কো পাঠানো হবে।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। এরই মধ্যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তলানিতে ঠেকেছে। দ্বীপ রাষ্ট্রটির বাণিজ্যিক ব্যাংকগুলো খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিতে ডলার সরবরাহ করতে পারছে না।