
কিছুদিন আগেই বিয়ে হয়েছে বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের পর আলিয়া পেয়েছেন আরও এক মা। নিজের মা সোনি রাজদানের পাশাপাশি এখন নীতুরও মেয়ে হয়ে গেছেন তিনি। মা দিবসে দুই মায়ের সঙ্গে আলিয়ার পোস্ট করা ছবি দেখে মুগ্ধ সবাই।
আলিয়ার ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখা যায় তার দুইপাশে জড়িয়ে দুই মা— সোনি রাজদান এবং নীতু কাপুর। হাসিতে-খুশিতে তিন জনেই মাতোয়ারা। আদর-মাখা সেই সেলফির ক্যাপশনে আলিয়া লিখেছেন আমার সুন্দরী মায়েরা! মাতৃদিবসের শুভেচ্ছা। আজ নয়, রোজ।
জীবনের প্রতিটা দিনই আদরে-আবদারে স্নেহের বাঁধনে জুড়ে থাকেন প্রত্যেক মা ও মেয়ে। সেই সম্পর্ক প্রতিদিনই নতুন করে উদযাপনের দিন। মায়েদের এই বিশেষ দিনটিতে তাই সে কথাও মনে করিয়ে দিতে ভোলেননি আলিয়া। সোনির আদরে-যত্নে তার বেড়ে ওঠা। আর নীতু তাকে ঘিরে রেখেছেন শ্বশুরবাড়িতে।
আপাতত নতুন সংসারে, পরিবারের নতুন মানুষদের নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন আলিয়া।