Boliwood: দুই বছরের প্রেম আজ পাবে পরিণতি, মালাবদল করতে চলেছেন রণবীর -আলিয়া

অবশেষে দুই বছরের গুঞ্জন সত্যি হতে চলেছে। আজ বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট।

নানা পূর্বানুমান থাকলেও গতকাল আনুষ্ঠানিকভাবে রণবীরের মা নীতু কাপুর জানিয়েছেন, আজ ১৪ এপ্রিল রণবীর-আলিয়ার সেই পরমারাধ্য দিন।

বলিউড হাঙ্গামার খবর, গতকাল সাড়ম্বরে হয় রণবীর-আলিয়ার মেহেদি অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন আলিয়ার পরিবারের সদস্যরা, করণ জোহর, কারিনা কাপুর খান, কারিশমা কাপুর, আদর জৈন, আরমান জৈন, রিমা জৈন, অয়ন মুখার্জিসহ অনেকে।

আজ সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। সকাল থেকেই চলছে নানা আয়োজন। বরাত অনুষ্ঠান হবে কৃষ্ণ রাজ বাংলোয়। বিয়ের আয়োজন উপলক্ষে এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রণবীরের বাড়ি বাস্তুতে হাজির হয়েছেন নীতু কাপুর, রিদ্ধিমা কাপুর সাহনি, সোনি রাজদান ও শাহীন ভাট।

এর আগে বিভিন্ন খবরে প্রকাশ, বীরলিয়ার বিয়েতে থাকছে বিশেষ ও কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ২০০ বাউন্সার (বিশালদেহী বিশেষ নিরাপত্তারক্ষী)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আয়োজনস্থলে উড়বে ড্রোন। আরও থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী।

বলিউড হাঙ্গামা জানিয়েছিল, ১৫ এপ্রিল সন্ধ্যায় আলিয়া ও রণবীরের সৌজন্যে হবে ফ্যামিলি ডিনার, যেখানে পরিবারের আরও সদস্য যুক্ত হবেন। আর ১৬ এপ্রিল আয়োজন হবে রিসেপশনের, যেখানে আলিয়া-রণবীরের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিমন্ত্রণ করা হবে।

পিঙ্কভিলা জানায়, বিবাহোত্তর সংবর্ধনা ১৭ এপ্রিল তাজমহল প্যালেসে হতে পারে। আলিয়া ও রণবীর কাজে ফিরতে চান। কিন্তু তার আগে বিয়ের যাবতীয় আয়োজন সেরে ফেলতে চান দুজন।

বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।

রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়েছে, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy