দুঃসংবাদ! ১ লাফে ১৫ টাকা বাড়লো দাম, মাথায় হাত মধ্যবিত্তের

সকলের মনে আশংকা ছিলই ডিমের দাম বাড়বে। আর সেই আশঙ্কাকে সত্যি প্রমান করে বাংলার একাধিক জেলায় বেড়ে গেলো ডিমের দাম। জানাগেছে বিভিন্ন জেলায় ১৫ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম।

চলতি মাসের শুরুর দিকেও কলকাতা ও শহরতলিতে প্রতিটি ডিমের দাম ছিল ৫ টাকা। আর একপাতা ডিমের দাম ছিল ১৪০ টাকা। তবে এবার ফের বেড়ে গেলো ডিমের দাম। কলকাতা ও শহরতলিতে এখন প্রতিটি ডিমের দাম ৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ৫০ পয়সা অর্থাৎ এক লাফে ডিমের দাম বেড়ে গেলো ১৫ টাকা।

প্রসঙ্গত, বাজারে প্রায়ই দিনিই বেড়ে চলেছে নিত্যপ্রয়াজনীয় জিনিসের দাম। ভোজ্য তেল ১টো টাকা থেকে বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে প্রায় ২৫০ টাকা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আরও বিভিন্ন জিনিসের দাম।দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকার অভ্যাস দিয়েছে আগামীতে আরও বাড়বে জিনিসের দাম। সবমিলিয়ে সার্বিক মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy