দীপিকা–রণবীর ছেলে নাকি মেয়ে সন্তান চান? উত্তরে যা বললেন অভিনেতা

ভারতে আজও অনেকে ছেলে সন্তানের জন্য উন্মুখ হয়ে থাকেন। মেয়ে যেন সমাজের কাছে ব্রাত্য!ভারতে এমনও দেখা যায়, ছেলে সন্তান জন্ম নিলে ঢাকঢোল পিটিয়ে উদ্‌যাপন করা হয়, আর মেয়ে হলে কপাল চাপড়ে হাহুতাশ করা। অনেক সময় জন্মের আগেই মাতৃগর্ভে হত্যা করা হয় কন্যাসন্তানের ভ্রূণকে। যেন সমাজে এ এক বড় অভিশাপ। এ রকমই এক গম্ভীর বিষয় নিয়ে নির্মিত হয়েছে রণবীর সিংয়ের নতুন ছবি ‘জয়েশভাই জোরদার’। সমাজের এই অন্ধকার দিককে হাস্যরসাত্মক করে পর্দায় তুলে ধরেছেন লেখক ও পরিচালক দিবাঙ্গ ঠক্কর। সম্প্রতি ছবিটি নিয়ে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। সেখানে ছবির অভিনেতা রণবীর সিংকে প্রশ্ন করা হয়, তিনি কী চান, ছেলে নাকি মেয়ে?
সম্প্রতি মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে মহাসমারহে মুক্তি পেল ‘জয়েশভাই জোরদার’ ছবির ট্রেলার। রণবীর অভিনীত এ ছবি ঘিরে জোরদার প্রতিক্রিয়া জানাচ্ছেন সিনেমাপ্রেমীরা।

সংবাদ সম্মেলনে ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘“জয়েশভাই জোরদার” ছবির চিত্রনাট্য শুনে আমার দারুণ লেগেছিল। চিত্রনাট্য শুনতে শুনতে আমি কেঁদেছি, হেসেছি। সমাজের এক গম্ভীর বিষয়কে হাসি, মজার মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে। এই ছবিতে একদিকে যেমন বিনোদন আছে, অপর দিকে আছে এক সুন্দর সামাজিক বার্তা। এই ছবির ক্ষেত্রে আমি চার্লি চ্যাপলিন দ্বারা অনুপ্রাণিত। তিনিই পারতেন এক বেদনাদায়ক বিষয়কে নির্ভেজাল মজার মাধ্যমে পর্দায় তুলে ধরতে।’

‘জয়েশভাই জোরদার’ ছবির ট্রেলারটিতেই সবার মন জয় করেছেন রণবীর। ইতিমধ্যে অনেকে তাঁকে ‘ভার্সেটাইল’ অভিনেতা আখ্যা দিয়েছেন। এ প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার জন্য উন্মুখ হয়ে থাকি। নিজেকে একই ইমেজে বেঁধে রাখতে পছন্দ করি না। আমি বৈচিত্র্যে বিশ্বাসী। তাই আমার একটা ছবির সঙ্গে অন্য ছবির মিল পাবেন না।’

সংবাদ সম্মেলনে রণবীরকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনে তিনি আর দীপিকা ছেলে নাকি মেয়ে সন্তান চান?

উত্তরে এই বলিউড তারকা ‘জয়েশভাই জোরদার’ ছবির একটি সংলাপ টেনে বলেন, ‘এটা ওপরওয়ালার ওপর নির্ভর করছে। তিনি যা চাইবেন, তা–ই হবে। আমরা যখন মন্দিরে যাই, তখন কেউ জিজ্ঞেস করে না যে প্রসাদে শিরা না লাড্ডু চাই। আমরা যা পাই, তা শ্রদ্ধাভরে গ্রহণ করি। কারণ সেটা প্রসাদ। এই একই কথা এখানেও প্রযোজ্য। ঈশ্বর আমাকে আর দীপিকা আশীর্বাদস্বরূপ যা দিতে চান, তা মেয়ে বা ছেলে যা-ই হোক, এটা ওপরওয়ালার আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।’

রণবীর আর দীপিকা পাড়ুকোন ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন। দীপিকার মা হওয়া নিয়ে একাধিকবার গুঞ্জন উঠেছে। এই বলিউড দম্পতি তাঁদের জীবন দারুণ উপভোগ করছেন। রণবীর আর দীপিকাকে একসঙ্গে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘এইটিথ্রি’ ছবিতে। ‘জয়েশভাই জোরদার’ ছবিতে রণবীর ছাড়া আছেন শালিনী পান্ডে, বোমান ইরানি, রত্না পাঠক শাহ প্রমুখ। যশরাজ ফিল্মসের ছবিটি ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy