দিলীপ কুমারের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল অভিনেতা কমল হাসানের, কিন্তু বাস্তবে তা হয়ে ওঠেনি

দক্ষিণী সুপারস্টার কমল হাসান। মুক্তির অপেক্ষায় আছে তার সিনেমা ‘বিক্রম’। নতুন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন কমল। দীর্ঘ বিরতির পর ‘বিক্রম’ দিয়ে কামব্যাক করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সিনেমা ও ক্যারিয়ারের কিছু আক্ষেপ নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। তিনি বলেন, ‘আমার দীর্ঘ দিনের ইচ্ছে ছিল দিলীপ কুমারের সঙ্গে কাজ করার। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। কিন্তু আমি অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে ভালোবাসি।

আমার আফসোস দিলীপ কুমারের সঙ্গে কাজ করতে পারিনি। এমনকী আমি তার হাত ধরে অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।’

প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধার কথা আগেও প্রকাশ করেছিলেন কমল। অভিনেতা আরও বলেন, ‘আমি তার সঙ্গে ‘তেভার মাগন’ সিনেমাটি করতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবে তা হয়নি।’

‘বিক্রম’ সিনেমাটি অ্যাকশন-থ্রিলার ধাঁচের। সিনেমায় আরও আছেন কালিদাস জয়রাম, নারাইন, অ্যান্টনি ভার্গিস এবং অর্জুন দাসসহ বিজয় সেতুপতি এবং ফাহাদ ফাসিল প্রমুখ।

আসছে ৩ জুন বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy